১১ ডিসেম্বর, ২০১৬ ১৫:১৫

'বর্তমান মন্ত্রিপরিষদের প্রায় সবাই বিনা ভোটে নির্বাচিত'

অনলাইন ডেস্ক

'বর্তমান মন্ত্রিপরিষদের প্রায় সবাই বিনা ভোটে নির্বাচিত'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন,মন্ত্রিপরিষদের প্রায় সবাই বিনা ভোটে নির্বাচিত। আজকে যারা ভোট ছাড়া ক্ষমতাসীন, তাদের কাছে জনগণের জবাবদিহিতা অবান্তর। সংসদে এমন একটি বিরোধী দল রয়েছে যারা মন্ত্রিপরিষদেও আছে আবার প্রধানমন্ত্রী বিশেষদূতের দায়িত্বও পালন করছে। এদের লজ্জা-সরম নেই। রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় আজ দুপুরে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মহিয়সী নারী বেগম রোকেয়ার স্মৃতিচারণ করে নজরুল ইসলাম খান বলেন, বিরূপ পরিস্থিতিতে বাধাবিপত্তি অতিক্রম করে বেগম রোকেয়া যেমন তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছেন। ঠিক তেমনি আমাদেরকে (বিএনপি) গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠাসহ মানুষের মৌলিক অধিকার আদায়ে রাষ্ট্রে অস্ত্র উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হবে। এ সময় তিনি নারীদের উন্নয়নে তার সরকারের অবদানের কথা উল্লেখ করেন।

আফরোজা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাজমেরী ইসলাম, বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, মহিলাবিষয়ক সম্পাদক নূরে আরা সাফা প্রমুখ।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর