১১ ডিসেম্বর, ২০১৬ ২০:০০

'রোহিঙ্গা ইস্যু নিয়ে উস্কানি দেয়া হচ্ছে'

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

'রোহিঙ্গা ইস্যু নিয়ে উস্কানি দেয়া হচ্ছে'

চট্টগ্রামের বিভিন্ন ওয়াজ-মাহফিলে রোহিঙ্গা ইস্যু নিয়ে উস্কানি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রামে বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ। রবিবার জেলা আইন শৃংখলা কমিটির বৈঠকে তিনি বলেন, এখন মাহফিলে নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা না করে ধর্মীয় নেতৃবৃন্দ রোহিঙ্গা ইস্যুটাকে সামনে নিয়ে আসছেন। বিষয়টি তুলে কোথাও কোথাও উস্কানি দিয়ে এর পক্ষে একটি গ্রুপ তৈরি করার চেষ্টা করছেন। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমিনুর রশিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, মেয়র, মুক্তিযোদ্ধা কমান্ডারসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমিনুর রশিদ বলেন, ‘স্বাধীনতাবিরোধী চক্র ওয়াজের আড়ালে সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। তাদের প্রতি আইন শৃংখলা বাহিনীর সদস্যদের কঠোর হতে হবে। কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে তা শক্ত হাতে দমন করতে হবে।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর