১৭ জানুয়ারি, ২০১৭ ০০:১২

বরিশালে নারীসহ ৪ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে নারীসহ ৪ রোহিঙ্গা আটক

বরিশালে নারীসহ মিয়ানমারের ৪ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে নগরীর আমতলা মোড়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় কোতয়ালী মডেল থানার টহল পুলিশ তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ২ জন নারী এবং ২ জন বয়স্ক পুরুষ রয়েছে। এরা সবাই একই পরিবারের।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায়, মিয়ানমারে চলমান দাঙ্গার কারণে প্রাণভয়ে তারা অবৈধপথে বাংলাদেশে প্রবেশ করে। তারা চারজন একই পরিবারভূক্ত। আশ্রয়ের সন্ধানে বরিশালের আমতলা মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করে।

আটককৃতরা হলেন, মিয়ানমারের ভলিবাজার এলাকার মো. সৈয়দ হোসেন ও তার মেয়ে ইয়াসমিন এবং মংডু এলাকার হোসেন আহমেদ ও তার বোন আমিনা খাতুন।

কোতয়ালী মডেল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন জানান, আটককৃতদের মতো অনেক রোহিঙ্গা মুসলমান অবৈধপথে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার চেষ্টা করছে। পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটক ৪ জনকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

 

বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর