১৭ জানুয়ারি, ২০১৭ ১৭:৩৫

চট্টগ্রামে 'শীর্ষ সন্ত্রাসী' জয়সেনের ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম


চট্টগ্রামে 'শীর্ষ সন্ত্রাসী' জয়সেনের ১০ বছরের কারাদণ্ড

চট্টগ্রামের রাউজানের 'শীর্ষ সন্ত্রাসী' জয়সেন বড়ুয়াকে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নূরে আলম এই রায় দেন বলে জানান চট্টগ্রামের অতিরিক্ত জেলা পিপি লোকমান হোসেন চৌধুরী।

দণ্ডপ্রাপ্ত আসামি জয়সেন রাউজানের হলদিয়া ইউনিয়নের বড়ুয়াপাড়ার বাণীকান্ত বড়ুয়ার ছেলে। বর্তমানে তিনি পলাতক।

লোকমান হোসেন চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ২০০৩ সালের ২২ ডিসেম্বর জয়সেনকে হাটহাজারী থানা পুলিশ গ্রেফতারের পর তার স্বীকারোক্তি মতো অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। অভিযানে হাটহাজারী উপজেলার বোয়ালিয়া ব্রিজের পূর্বপাশ থেকে একটি এলজি উদ্ধার করা হয়। ওই মামলায় ২০০৩ সালের ২৮ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০০৪ সালের ২২ জুন আসামির বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এই মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পর আদালত এই রায় দিয়েছেন।


বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৭/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর