১৭ জানুয়ারি, ২০১৭ ১৯:২১

রাজধানীতে অনুষ্ঠিত হলো ভূমি রাজস্ব সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি

রাজধানীতে অনুষ্ঠিত হলো ভূমি রাজস্ব সম্মেলন

ঢাকা বিভাগের ভূমি ব্যাবস্থাপনা সংক্রান্ত বিভাগীয় রাজস্ব সম্মেলন মঙ্গলবার রাজধানীর
রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনার জনাব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেছবাহ উল আলম।

তিনি বলেন, ভূমি কর্মকর্মতাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে সকল ভূমি অফিসগুলোকে জনবান্ধব অফিসে পরিণত করতে হবে। নবীন সহকারী কমিশনার (ভূমি) দের বিভিন্ন কার্যকর জনবান্ধব উদ্ভাবনী পদক্ষেপগুলো বাছাই করে সারাদেশে মেগা প্রজেক্টের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। তিনি শূন্যপদ পূরণ ও তহশিলদার ও সহকারি তহশীলদারদের নিয়মিত বদলি কার্যকর করার জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশনা দেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৫০ হাজার গৃহহীন পরিবারের জন্য গুচ্ছগ্রাম তৈরির জন্য যথোপযুক্ত খাস জমি নির্বাচন করতেও নির্দেশ দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান, ভূমি আপীল বোর্ড চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার, ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নূরুন্নবী ও ঢাকা বিভাগের সকল জেলা সমূহের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী কমিশনারবৃন্দ(ভূমি)।


বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৭/আলী আজম/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর