১৮ জানুয়ারি, ২০১৭ ১৬:২৭

মামলা ছিল না তবুও হয়রানি করতে নাজমুলকে আদালতে এনেছে পুলিশ

অনলাইন ডেস্ক

মামলা ছিল না তবুও হয়রানি করতে নাজমুলকে আদালতে এনেছে পুলিশ

আদালত প্রতিবেদক

সাংবাদিক নাজমুল হুদাকে নানাভাবে হয়রানি করছে পুলিশ। আজ বুধবার কোনো মামলার দিন ধার্য না থাকলেও তাকে কেরানীগঞ্জের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 

এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সাংবাদিক নাজমুলকে ভুলবশত আদালতে পাঠানো হয়েছে।  

এদিকে, সাংবাদিক নাজমুল হুদার আইনজীবী আব্দুল্লাহ আল মুনসুর রিপন ও তুহিন হাওলাদার জানান, আশুলিয়া থানায় সাংবাদিক নাজমুল হুদার বিরুদ্ধে গত বছর দায়ের করা প্যান্ট চুরিসহ ৬টি মামলা রয়েছে।  তবে আজ ওই মামলাগুলোর একটিতেও হাজিরার দিন ধার্য ছিল না। এছাড়া কোনো রিমান্ড শুনানির জন্যও কোনো দিন ধার্য ছিল না। আজ বুধবার কারাগারে দুপুরের খাবার খাওয়ার সময় পুলিশ হঠাৎ তড়িঘড়ি করে সাংবাদিক নাজমুলকে ডেকে আদালতে নিয়ে আসে।  

অন্যদিকে সাংবাদিক নাজমুল হুদা আইনজীবীদের কাছে অভিযোগ করে বলেছেন, কারাগারে থাকা তার (নাজমুল) জামা, প্যান্ট, কম্বল, জুতাসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়ে গেছে।     

এছাড়া রিমান্ডে নির্যাতনের কারণে ডান কানে গুরুতর জখম হয়ে যন্ত্রণা করছে বলেও জানান সাংবাদিক নাজমুল। 

বিডি প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর