১৮ জানুয়ারি, ২০১৭ ১৭:১৮

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিচারপতি রুহুল আমিনের জানাজা

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিচারপতি রুহুল আমিনের জানাজা

সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের জানাজা বৃহস্পতিবার বেলা ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজার পর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সব বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, আজ রাতে রুহুল আমিনের মরদেহ সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে ঢাকায় পৌঁছবে বলে নিশ্চিত করেছেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার সাব্বির ফয়েজ।

এর আগে, মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিচারপতি এম এম রুহুল আমিন। সিঙ্গাপুরে ওপেনহার্ট সার্জারি করা হয়েছিল তার। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় মঙ্গলবার ভোরে দ্বিতীয়বার অস্ত্রোপচারের চেষ্টা করা হলেও তা সফল হয়নি।

দেশের ১৬তম প্রধান বিচারপতি হিসেবে ২০০৮ সালের ১ জুন শপথ নেন বিচারপতি এম এম রুহুল আমিন। প্রায় দেড় বছর পর ২০০৯ সালের ২২ ডিসেম্বর অবসরে যান তিনি।


বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর