১৮ জানুয়ারি, ২০১৭ ১৮:৫৩

মারধরের মামলায় আওয়ামী লীগ নেতা ইলিয়াস কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মারধরের মামলায় আওয়ামী লীগ নেতা ইলিয়াস কারাগারে

চট্টগ্রাম বন্দরের এক কর্মকর্তাকে মারধরের মামলায় আওয়ামী লীগ নেতা মো. ইলিয়াসের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী এ নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্দর কর্মকর্তাকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় জামিনে ছিলেন মহানগর আওয়ামী লীগ সদস্য রোটারিয়ান মো. ইলিয়াস। নির্ধারিত দিনে মামলার হাজিরা দিতে বুধবার আদালতে আসলে জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর ঠিকাদারি কাজ না দেওয়ার অজুহাতে অস্ত্র-সস্ত্রসহ ২০ থেকে ২৫ জন লোক নিয়ে অফিসে গিয়ে বন্দরের মেরিন ওয়ার্কশপের ডেপুটি ইঞ্জিনিয়ার এমদাদুল হকের ওপর হামলা চালান আওয়ামী লীগ নেতা ইলিয়াস।

 
 
বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর