১৯ জানুয়ারি, ২০১৭ ১১:২৭

'অন্যায়ভাবে নাজমুলের গায়ে টোকা দিলে পরিণতি হবে ভয়াবহ'

অনলাইন প্রতিবেদক

'অন্যায়ভাবে নাজমুলের গায়ে টোকা দিলে পরিণতি হবে ভয়াবহ'

সাংবাদিক নাজমুল হুদাকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের  (বিএফইউজে) সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী বলেছেন, অন্যায়ভাবে নাজমুল হুদার গায়ে একটি টোকা দেয়া হলে তার পরিণতি হবে ভয়াবহ। সাংবাদিকদের ওপর নির্যাতন চললে আমরা বসে থাকবো না। বাংলাদেশের যে জায়গায় সাংবাদিক নির্যাতন হোক না কেন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন তার পাশে দাঁড়াবে।

বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ওমর ফারুক চৌধুরী  আরও বলেন, নাজমুল হুদা দোষী হলে তদন্ত কমিটি গঠন করুন। যেখানে সাংবাদিক নেতারা থাকবে, গার্মেন্টস শিল্পের প্রতিনিধিরা থাকবে। তদন্তে দোষী প্রমাণিত হলে তার পর শাস্তি দিন। 

আশুলিয়ার ওসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, অতীতের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বলে অন্যায় করে পার পাওয়া যাবে না। এমন উদাহরণ অনেক আছে। 

ওমর ফারুক চৌধুরী কারও নাম না করে বলেন, 'অত্যাচারীদের স্পর্ধা বেড়ে গেছে। তাদের দমন করতে হবে।' দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, কয়েকজনের ভুলের জন্য গোটা বাহিনীর বদনাম ঘাড়ে নেবেন না।  

বিডি প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর