২০ জানুয়ারি, ২০১৭ ১৬:৪২

কান্নাতেও হতে পারে বিপদ, হুঁশিয়ারি রিজভীর

অনলাইন ডেস্ক

কান্নাতেও হতে পারে বিপদ, হুঁশিয়ারি রিজভীর

দেশে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিভীষিকা এক ভয়াবহ রূপ লাভ করেছে। বর্তমানে দেশে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে এখানে নিঃশব্দে কাঁদাও যায় না। কেন না কান্নার আওয়াজেও বিপদ ঘটতে পারে। 

শুক্রবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেছেন। 

রিজভী আরও দাবি করেন, গত কয়েক বছরে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাংসদ ইলিয়াস আলী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর চৌধুরী আলম, বিএনপি নেতা সুমন, ছাত্রনেতা মুন্না, জাকিরসহ পাঁচ শতাধিক বিএনপি নেতা-কর্মীকে গুম করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এখনো স্বজনেরা তাদের প্রতীক্ষায় প্রহর গুনছেন। 

রিজভী বলেন, সাত খুন হত্যাকাণ্ডের ঘটনায় সুপ্রিম কোর্ট বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। আশা করি, একইভাবে শত শত বিএনপি নেতা-কর্মীর পরিবারের করা মামলার সুষ্ঠু তদন্তের ব্যবস্থা এবং অবিলম্বে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেবেন।


বিডি প্রতিদিন/২০ জানুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর