২১ জানুয়ারি, ২০১৭ ২১:০৯

‘ছাত্র সংগঠনগুলোর সেই স্পিরিট নেই’

ময়মনসিংহ প্রতিনিধি

‘ছাত্র সংগঠনগুলোর সেই স্পিরিট নেই’

ফাইল ছবি

'দেশের ছাত্র সংগঠনগুলোর সেই স্পিরিট আর নেই' মন্তব্য করে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, 'দেশের রাজনীতি কলুষিত হয়ে যাচ্ছে। এতো ছাত্র সংগঠন, অথচ তাদের সেই স্পিরিট নেই, ধার নেই। স্রেফ রাজনীতির নামে রাজনীতি।'
 
আজ শনিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জনপ্রশাসনমন্ত্রী বলেন, এ যুগে যারা ইন্টারনেট ব্যবহার করতে শিখবে না তারা মূর্খ। এখন আর লাইব্রেরিতে গিয়ে বই খুঁজতে হবে না। ইন্টারনেটে সব বই আছে। বই যদি ইন্টারনেটে চলতো তাহলে এতো বন উজাড় করতে হতো না। কাগজ-কলমের যুগ শেষ হয়ে গেছে। রাজনীতিতে টেকনোলজির ব্যবহার করতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাউল আলম, দুর্নীতি দমন কমিশনের ড. শামসুল আরেফিন, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহিত উল আলম।  

বিডি প্রতিদিন/২১ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর