২২ জানুয়ারি, ২০১৭ ১৫:৩৫

নাজমুলকে মুক্তি না দিলে দুর্বার আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নাজমুলকে মুক্তি না দিলে দুর্বার আন্দোলন

কারাবন্দি সাংবাদিক নাজমুল হুদার মুক্তির দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক-পেশাজীবীসহ সর্বস্তরের জনতার মানবন্ধন-সমাবেশ। এতে বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুলের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানানো হয়।

সমাবেশে মামলা প্রত্যাহার করে নাজমুলকে মুক্তি দেয়া না হলে চট্টগ্রামেও দুর্বার আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ঘোষণা করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চট্টগ্রাম নাগরিক উদ্যোগ ও বাংলাদেশ প্রতিদিন পরিবারের যৌথ উদ্যোগে মানববন্ধন-সমাবেশটি অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রতিদিন পাঠক ফোরামের সমন্বয়কারি আঁখি মজুমদারের সঞ্চালনায় সমাবেশটিতে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, প্রেস ক্লাব সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মঈনুদ্দীন কাদের শওকত।

মানববন্ধন-সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক ও আবৃত্তিজোটের সভাপতি অঞ্চল চৌধুরী, সাবেক প্যানেল মেয়র রেখা আলম চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম বাবু, চট্টগ্রাম প্রেস ক্লাব সহ-সভাপতি মনজুর কাদের মনজু, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোশিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের জ্যেষ্ট নির্বাহী সদস্য ও সিইউজে’র সাবেক যুগ্ম-সম্পাদক ম শামসুল ইসলাম, সিইউজে সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম মহানগর পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, এক্স কাউন্সিলর ফোরামের প্রধান সমন্বয়কারী জামাল হোসেন, চট্টগ্রাম আবৃত্তি জোট সাধারণ সম্পাদক ফারুক তাহের, সিইউজে টিভি ইউনিটের উপ প্রধান মাসুদুল হক, সাবেক উপ প্রধান ও গাজী টিভি’র ব্যুরো প্রধান চীফ অনিন্দ্য টিটো, সাবেক অর্থ সম্পাদক নুর উদ্দিন আহমেদ, সিনিয়র সাংবাদিক জুবায়ের সিদ্দিকী, সিইউজে’র প্রিয় চট্টগ্রাম ইউনিটের প্রধান আবদুর রউফ পাটোয়ারী, প্রেস ক্লাবের সাবেক আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী, দীপ্ত টিভির ব্যুরো প্রধান লতিফা আনসারী রুনা, নিউজ টুয়েন্টিফোর স্টাফ রিপোর্টার নয়ন বড়–য়া জয়, চট্টগ্রাম নাগরিক উদ্যোগের সমন্বয়কারী ও সাংস্কৃতিক সংগঠক খোরশেদ আলম, আবৃত্তিজোটের অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান তারেক প্রমুখ। সমাবেশে প্রতিবাদি আবৃত্তি করেন বোধনের তৈয়বা জহির আরশি ও তারুণ্যের উচ্ছাসের শ্রাবনী দাশগুপ্তা। এছাড়াও একাত্বতা জানিয়ে বক্তব্য রাখে কাতার প্রবাসী সাংবাদিকদের সংগঠন কাতার সাংবাদিক সমিতির সভাপতি এএইচএম সাহরাওয়ার্দী সরোয়ার, সাবেক ছাত্রনেতা ইলিয়াস, আলী রেজা পিন্টু, পরিবর্তন চট্টগ্রাম’র আহবায়ক এহসান আল কুতুবী, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহবায়ক শফিউল আলম জিপু, সাবেক ছাত্রনেতা এসএম রাশেদ, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান রুমি।

বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৭/তাফসীর/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর