২৩ জানুয়ারি, ২০১৭ ১১:৩৯

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মামলায় সাংবাদিক নাজমুলের জামিন

আদালত প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মামলায় সাংবাদিক নাজমুলের জামিন

ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইনের একটি মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক নাজমুল হুদা।

সোমবার সকালে ঢাকায় অবস্থিত বাংলাদেশের একমাত্র সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম এ আদেশ দেন।

এর আগে, নাজমুল হুদার জামিন আবেদন করেন তার আইনজীবী তুহিন হাওলাদার। শুনানিতে তিনি বলেন, আশুলিয়ার শিল্পাঞ্চল এলাকার ঘটনায় মামলার করার কথা শিল্পাঞ্চল পুলিশের। কিন্তু তা না করে মামলা করেছে আশুলিয়া থানা পুলিশ। তাই এই মামলার পেছনে পুলিশের আলাদা কোনো উদ্দেশ্যে রয়েছে। তাছাড়া ঘটনা ২০ তারিখের হলেও মামলা করা হয় ২৪ তারিখে। এই বিলম্বের বিষয়ে মামলার এজহারেও কোনো বক্তব্য উল্লেখ নেই। অথচ এই মামলায় বিনা বিচারে সাংবাদিক নাজমুল এক মাস কারাগারে।

শুনানিতে তুহিন হাওলাদার আরও বলেন, মাননীয় আদালত, এইসব বিবেচনায় নিয়ে সাংবাদিক নাজমুল হুদাকে জামিন দিলে তিনি নিয়মিত হাজিরা দেবেন এবং জামিনের শর্ত ভঙ্গ করবেন না। এরপর আদালত তাকে এক লক্ষ টাকার মুচলেকায় জামিন প্রদান করেন।

প্রসঙ্গত, সাংবাদিক নাজমুল হুদার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। এর মধ্যে কেবল তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মামলায় তিনি জামিন পেয়েছেন।


বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৭/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর