২৩ জানুয়ারি, ২০১৭ ১৫:০২

গাজীপুরে ভাই হত্যায় ৪ জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

গাজীপুরে ভাই হত্যায় ৪ জনের যাবজ্জীবন

এক যুগ আগে গাজীপুরের কালীগঞ্জে শামসুল হক দর্জি হত্যার দায়ে তিন ভাই ও ভগ্নিপতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমান, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ-২ মো. ইকবার হোসেনের আদালত শামসুল হক এক আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার রামচন্দ্রপুর এলাকার মো. সুবাহানের ছেলে মো. মাসুদ, মো. সানাউল্লাহ ও নূরু আলম ময়না এবং মো. সুবাহানের জামাতা ও বরিশালের কোতোয়ালি থানার হরিনাফুলিয়া এলাকার গণি সিকদারের ছেলে আনোয়ার সিকদার। এদের মধ্যে নূর আলম ময়না ছাড়া বাকি সবাই পলাতক।

আদালত সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে ২০০৪ সালের ১৫ এপ্রিল বিকেলে রামচন্দ্রপুর এলাকার শামসুল হক দর্জিকে বাড়ি পাশে ডেকে নিয়ে যান আসামি মাসুদ ও সানাউল্লাহ। বাড়ি থেকে বের হতেই পূর্বপরিকল্পিতভাবে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকেন মাসুদ, সানাউল্লাহ, নূরু আলম ময়না ও তাদের ভগ্নিপতি আনোয়ার সিকদার। পরে শামসুল হকের স্ত্রী হাফেজা বেগমের চিৎকারে আসামিরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন হাফেজা বেগম বাদী হয়ে ৪ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৭/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর