শিরোনাম
২৪ জানুয়ারি, ২০১৭ ১৪:৪৬

রাজশাহীজুড়ে মাদকবিরোধী র‌্যালি, মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীজুড়ে মাদকবিরোধী র‌্যালি, মানববন্ধন

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে গণসচেতনতা সৃষ্টিতে সারাদেশের মতো রাজশাহীতেও মাদকবিরোধী প্রচারণামূলক কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসবে রাজশাহীজুড়ে অনুষ্ঠিত হয়েছে র‌্যালি ও মানববন্ধন। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।

মঙ্গলবার সকাল ১০টায় নগরীর ভদ্রা মোড় থেকে একটি র‌্যালি শুরু হয়ে তালাইমারি-আলুপট্টি-পার্ক গেট হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এছাড়া রাজশাহীর ৯ উপজেলার শিক্ষক-শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে মাদকবিরোধী র‌্যালি ও মানববন্ধন করেছেন।

রাজশাহী মহানগরীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুনির হোসেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দীন আহমেদ, মহাস্থান রেজিমেন্টের কমান্ডার কর্ণেল কেএম ইমাম আহসান, রাজশাহীর সিভিল সার্জন ডা. সঞ্জিত কুমার সাহা, রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটওয়ারী।

বিডি-প্রতিদিন/ ২৪ জানুয়ারি, ২০১৭/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর