২৪ জানুয়ারি, ২০১৭ ১৪:৪৯

'অতিরিক্ত পণ্যবাহী গাড়ি রাস্তায় চলবে না'

অনলাইন ডেস্ক

'অতিরিক্ত পণ্যবাহী গাড়ি রাস্তায় চলবে না'

ফাইল ছবি

কোনো ক্রমেই অতিরিক্ত পণ্যবাহী যান রাস্তায় চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল খাঁন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক-মহাসড়কে চাঁদাবাজীর কোনো হেড অ্যান্ড টেল খুঁজে পাইনা। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেব।

মঙ্গলবার সচিবালয়ে দক্ষিণাঞ্চলের পণ্যপরিবহন নেতাদের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, মশিউর রহমান রাঙ্গাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/ ২৪ জানুয়ারি, ২০১৭/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর