২৪ জানুয়ারি, ২০১৭ ১৬:৫০

সিলেটে গ্যাসের সংকটে বাড়ছে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে গ্যাসের সংকটে বাড়ছে দুর্ভোগ

ফাইল ছবি

শুক্রবার হলেই গ্যাস থাকে না সিলেট নগরীর রায়নগরের মিতালী আবাসিক এলাকায়। গত ৬ সপ্তাহ ধরে এই অবস্থা বিরাজ থাকায় জন দুর্ভোগ চরমে পৌঁছেছে। গ্যাস না থাকার কারণে দিনভর উপোস থাকতে হয় ওই এলাকায় কয়েক হাজার মানুষকে। 

এদিকে, এ ঘটনার প্রতিকার চেয়ে স্থানীয় এলাকাবাসী ইতোমধ্যে জালালাবাদ গ্যাস পূর্ব অঞ্চলের ব্যবস্থাপকের কাছে লিখিত আবেদন করেছেন। কিন্তু সংকট সমাধানে নেয়া হয়নি কোন উদ্যোগ।
 
ভূক্তভোগীরা জানান, গত ৬ সপ্তাহ ধরে প্রতি শুক্রবার কোনো নোটিশ ছাড়াই সকাল সাড়ে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে। এছাড়া গত ৪-৫ দিন ধরে প্রতিদিন দুপুর সাড়ে  ১২ থেকে দেড়টা পর্যন্ত গ্যাস সংযোগ বন্ধ থাকে। 

 

বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর