২৪ জানুয়ারি, ২০১৭ ১৭:১৮

চট্টগ্রামে ১১১ তম ওরশ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে ১১১ তম ওরশ সম্পন্ন

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে উপ মহাদেশের প্রখ্যাত অলি হযরত মাওলানা শাহসুফী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.) ১১১তম বার্ষিক ওরশ। সোমবার রাতে আখেরী মোনাজাতে লাখো ভক্ত অংশগ্রহণ করে। এসময় মোনাজাতে দেশ-বিদেশী লাখো ভক্তদের ভীড়ে মুখরিত হয়ে ওঠে চট্টগ্রামের ফটিকছড়ির উপজেলার দরবার শরীফ এলাকা। 

জানা যায়, মাজারে গিলাপ চড়ানো, মিলাদ, জিকির ও ছেমা মাহফিলসহ নানা আনুষ্ঠানিকতা ছিল তিন দিনের এই আয়োজনে। গভীর রাতে ওরশের আনুষ্ঠানিকতা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন দরবারের সাজ্জাদানশীন শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী। 

আখেরী মোনাজাতে মনোবাসন পূরণের জন্য ভক্তরা আমিন আমিন করেন। ওরশ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম-নাজিরহাট রুটে বিশেষ রেল চলাচলের ব্যবস্থা করে। ভক্তদের নিরাপত্তার জন্য পুলিশের নিয়মিত সদস্যের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ, র‌্যাব, আনসার সদস্য এবং বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেছে।


বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর