Bangladesh Pratidin

প্রকাশ : ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:৫২ অনলাইন ভার্সন
সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচির আয়োজন করে সমকাল সুহৃদ সমাবেশ সিলেট জেলা শাখা। 

সিলেটের কর্মসূচিতে সাংবাদিক সংগঠনের নেতা ছাড়াও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশ নিয়ে সাংবাদিক আবদুল হাকিম শিমুলের খুনিদের দ্রুতততম সময়ে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আজিজ আহমদ সেলিম, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ লালা, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সভাপতি আল আজাদ, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য সিকন্দর আলী, বাফুফের সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সমকারের ব্যুরো প্রধান চয়ন চৌধুরী প্রমুখ। 

 


বিডি-প্রতিদিন/ ৪ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২১

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow