Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
প্রকাশ : ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:২২ অনলাইন ভার্সন
আপডেট :
নতুন সিইসিকে জাতীয় পার্টির অভিনন্দন
অনলাইন ডেস্ক
নতুন সিইসিকে জাতীয় পার্টির অভিনন্দন
সংগৃহীত ছবি

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাকে অভিনন্দন জানিয়েছে হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)।

মঙ্গলবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিনন্দন জানান পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

নতুন সিইসিকে একজন সৎ ব্যক্তি হিসেবে উল্লেখ করে জাপা মহাসচিব বলেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তাকে আমি ব্যক্তিগতভাবেও ভালো মানুষ হিসেবে জানি।

এক প্রশ্নের উত্তরে রুহুল আমিন বলেন, আমাদের প্রস্তাবিত নাম এখানে আসছে কি-না, তা দেখার বিষয় নয়। যাদের উপরে দায়িত্ব অর্পিত হয়েছে তারা যদি সুন্দর-সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন ও জনগণের আস্থা অর্জন করতে পারেন তাহলেই আমাদের প্রস্তাব সমাদৃত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী প্রমুখ।

বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

 

 

 

আপনার মন্তব্য

up-arrow