Bangladesh Pratidin

প্রকাশ : ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:৫৩ অনলাইন ভার্সন
বেড়াতে এসে লাশ হলেন দুই মেডিকেল শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক, সিলেট
বেড়াতে এসে লাশ হলেন দুই মেডিকেল শিক্ষার্থী
bd-pratidin

সিলেটে বেড়াতে এসে দুই মেডিকেল শিক্ষার্থীর সলিল সমাধি ঘটেছে। সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখালে পানিতে ডুবে মৃত্যু হয়েছে তাদের। মঙ্গলবার বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদ সাঈদ (২৫) ও ইসহাক ইব্রাহিম (২৫) নামক ওই দুজন কিশোরগঞ্জের জহুরুল ইসলাম মেডিকেল কলেজের শিক্ষার্থী। এর মধ্যে সাঈদের বাড়ি ঢাকা ও ইসহাকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

জৈন্তাপুর থানার ওসি সফিউল কবীর জানান, আরও তিন বন্ধুর সাথে সিলেটে বেড়াতে এসেছিলেন সাঈদ ও ইসহাক। মঙ্গলবার বিকেলে তারা পর্যটন স্পট লালাখালে ঘুরতে যান। সেখানে পানিতে গোসল করতে নেমে সাঈদ ও ইসহাক চোরাবালিতে আটকা পড়েন। তাদের সাথে থাকা বন্ধুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুজনকে উদ্ধার করেন। তাদেরকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

 

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow