Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

ঢাকা, বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
প্রকাশ : ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:৫৩ অনলাইন ভার্সন
আপডেট :
বেড়াতে এসে লাশ হলেন দুই মেডিকেল শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক, সিলেট
বেড়াতে এসে লাশ হলেন দুই মেডিকেল শিক্ষার্থী

সিলেটে বেড়াতে এসে দুই মেডিকেল শিক্ষার্থীর সলিল সমাধি ঘটেছে। সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখালে পানিতে ডুবে মৃত্যু হয়েছে তাদের।

মঙ্গলবার বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদ সাঈদ (২৫) ও ইসহাক ইব্রাহিম (২৫) নামক ওই দুজন কিশোরগঞ্জের জহুরুল ইসলাম মেডিকেল কলেজের শিক্ষার্থী। এর মধ্যে সাঈদের বাড়ি ঢাকা ও ইসহাকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

জৈন্তাপুর থানার ওসি সফিউল কবীর জানান, আরও তিন বন্ধুর সাথে সিলেটে বেড়াতে এসেছিলেন সাঈদ ও ইসহাক। মঙ্গলবার বিকেলে তারা পর্যটন স্পট লালাখালে ঘুরতে যান। সেখানে পানিতে গোসল করতে নেমে সাঈদ ও ইসহাক চোরাবালিতে আটকা পড়েন। তাদের সাথে থাকা বন্ধুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুজনকে উদ্ধার করেন। তাদেরকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

 

আপনার মন্তব্য

up-arrow