১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:০০

'২১ ফেব্রুয়ারিতে ৮ হাজার পুলিশ মোতায়েন থাকবে'

অনলাইন ডেস্ক

'২১ ফেব্রুয়ারিতে ৮ হাজার পুলিশ মোতায়েন থাকবে'

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রাজধানীবাসীর নিরাপত্তায় ৮ হাজার পুলিশ সদস্য পোশাকে ও সাদা পোশাকে মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

রবিবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারির নিরাপত্তাব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার।

আছাদুজ্জামান মিয়া জানান, একুশে ফেব্রুয়ারিতে রাজধানীর মৎস্য ভবন, বকশীবাজার, চানখাঁরপুল এলাকা থেকে গাড়ি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করা যাবে না। কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি প্রবেশ করতে পারবে।

শুধু পলাশীর মোড় ও জগন্নাথ হলের ভেতর দিয়ে শহীদ মিনারে প্রবেশ করা যাবে। শহীদ মিনারে প্রবেশের গেটে তল্লাশি থাকবে। এ ছাড়া প্রত্যেকের কাছে থাকা ব্যাগ তল্লাশি করা হবে।

ডিএমপি কমিশনার জানান, একুশের নিরাপত্তাব্যবস্থাকে জোরদার করতে মৎস্য ভবন থেকে নিউমার্কেট, দোয়েল চত্বর থেকে পলাশী মোড় পর্যন্ত প্রতিটি এলাকা ক্লোজড সার্কিট টেলিভিশনের (সিসিটিভি) আওতায় থাকবে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর