২০ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:২৬

প্রাইভেটকার থেকে ১৭৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রাইভেটকার থেকে ১৭৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার

সংগৃহীত ছবি

সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিলাসবহুল প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১৭৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার দিবাগত রাতে স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান ফগটনার সত্যতা নিশ্চিত করে জানান, "কুমিল্লা থেকে ফেনসিডিল নিয়ে একটি প্রাইভেট কার চট্টগ্রামের দিকে আসছে এমন খবরের ভিত্তিতে ফৌজদারহাট ক্যাডেট কলেজের পাশে বাংলাবাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় বিলাসবহুল জিপ গাড়ির গতিবিধি সন্দেহজনক হলে থামতে সংকেত দেওয়া হয়। কিন্তু গাড়িটি সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে।"

এরপর তিনি আরও বলেন, "এ সময় গাড়িটি (ঢাকামেট্রো শ-০০৯৭) আটক করে চালক জামালপুরের ইসলামপুরের চারিয়ার মৃত সুরমান আলীর ছেলে মো. আলমকে (২৭) গ্রেফতার করা হয়। গাড়িটি তল্লাশি করে ১৭৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসব ফেনসিডিলের দাম ১৩ লাখ ৮৮ হাজার টাকা। গ্রেফতার আসামি ও উদ্ধার করা মাদক সীতাকুণ্ড থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।"

 

 

বিডি-প্রতিদিন/ ২০ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর