শিরোনাম
২১ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:৫০

শাহজালালে ৩ কেজি স্বর্ণসহ দুই যাত্রী আটক

অনলাইন ডেস্ক

শাহজালালে ৩ কেজি স্বর্ণসহ দুই যাত্রী আটক

প্রতীকী ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কোটি ৩৬ লাখ টাকা মূল্যের তিন কেজি স্বর্ণসহ দুইজনকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।

মঙ্গলবার পৃথক দুটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো জব্দ করা হয় বলে জানান ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি) এ এইচ এম আহসানুল কবির।

আটককৃত দুই যাতী হলেন মুন্সীগঞ্জের জেলার মামুন হোসেইন ও চট্টগ্রামের মোসলেম উদ্দিন।

তিনি বলেন, মালয়শিয়া থেকে আসা মালিন্দো এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন মামুন হোসেইন। তার সঙ্গে থাকা তিনটি চার্জার লাইটের ব্যাটারি থেকে ৬টি করে মোট ১৮টি স্বর্ণের বার জব্দ করা হয়। মামুনের কাছ থেকে জব্দ করা এক কেজি ৮শ’ গ্রাম স্বর্ণের বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।

অন্যদিকে, ওমানের মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসেন মোসলেম উদ্দিন। শাহজালালে অবতরণের পর তার পেট এক্স-রে করে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পরে বিমানবন্দরের টয়লেটে নিয়ে তার কাছ থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৪৬ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এসপি আহসানুল কবির।

বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর