শিরোনাম
২২ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:৪৩

চট্টগ্রামে অস্ত্র-গুলি মামলায় একজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে অস্ত্র-গুলি মামলায় একজনের কারাদণ্ড

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অস্ত্র ও গুলি উদ্ধারের মামলায় ঈমান হোসেন ইমন নামে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরে আলম এ রায় ঘোষণা করেন। তবে পলাতক থাকায় রায় ঘোষণাকালে আদালতে উপস্থিত ছিলেন না আসামি।

ইমন লক্ষ্মীপুর জেলার রায়পুর ইউনিয়নের রায়শ্রী গ্রামের আবুল কালাম প্রকাশ কালু মিস্ত্রির ছেলে।

অতিরিক্ত জেলা পিপি লোকমান হোসেন চৌধুরী বলেন, ২০০৩ সালের ১০ আগস্ট রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় রাজা মিয়ার ভাড়া ঘরে ইমনের কক্ষ থেকে একটি বিদেশি রাইফেল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। পরদিন রাঙ্গুনিয়া থানায় দায়ের হওয়া মামলা তদন্ত করে একই বছরের ১৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০০৪ সালের ১৫ জুলাই অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় অভিযোগ গঠনের পর মামলায় আনা অভিযোগ প্রমাণে ৯ জনকে সাক্ষী হিসেবে আদালতে উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ।

বিডি-প্রতিদিন/২২ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর