২২ ফেব্রুয়ারি, ২০১৭ ২১:৩৬

২০১৮ সালের পর গ্যাসের সমস্যা থাকবে না : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

২০১৮ সালের পর গ্যাসের সমস্যা থাকবে না : অর্থমন্ত্রী

ফাইল ছবি

২০১৮ সালের পর দেশে গ্যাসের সমস্যা থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, তখন গ্যাসভিত্তিক শিল্পের আরও বিকাশ ঘটবে।

বুধবার সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী আরও বলেন, সিলেটে তেমন শিল্পায়ন হয়নি। শিল্পায়নের জন্য অনেক পরিকল্পনা করা হয়। কিন্তু পরিকল্পনা বাস্তবায়িত হয় না। যে পরিকল্পনা করা হয়, সেগুলো বাস্তবায়নে যথাযথ উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, সিলেটের মানবসম্পদ বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নে অবদান রাখছে। এ মানবসম্পদকে দেশের উন্নয়নেও কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, ডিআইজি কামরুল আহসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/২২ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর