২২ ফেব্রুয়ারি, ২০১৭ ২২:০৮

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর পেটে স্বর্ণের বার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর পেটে স্বর্ণের বার

প্রতীকী ছবি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা জামাল নামে এক যাত্রীর পেট থেকে স্বর্ণের ছয়টি বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে করে বিমানবন্দরে পৌঁছান ওই যাত্রী। ৭০২ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলোর দাম প্রায় ৩০ লাখ টাকা বলে জানা যায়।  

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খান বলেন,  জামালের বাড়ি রাউজানে। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গতিবিধি সন্দেহ হলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তাকে কাস্টমস কক্ষে নিয়ে আসেন। সেখানে জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে তিনি কিছুই স্বীকার করেননি। পরে অপারেশন করে পেট থেকে বের করা হবে বলা হলে স্বর্ণের বারের বিষয়টি স্বীকার করেন। তারপর ওষুধ খাইয়ে জামালের পেট থেকে স্বর্ণের বার বের করা হয়।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর