২২ ফেব্রুয়ারি, ২০১৭ ২২:৪৫

জাহাজে গরম পানির পাইপ ফেটে বিদেশি নাগরিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

জাহাজে গরম পানির পাইপ ফেটে বিদেশি নাগরিকের মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে কন্টেইনারবাহী জাহাজ ‘এমবি কেমিলা’ -তে গরম পানির পাইপ ফেটে বারসেল কায়েস (৬০) নামে এক বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। বারসেল কায়েস ইউক্রেনের নাগরিক। তিনি জাহাজের ইঞ্জিন রুমে ফিটার হিসেবে কর্মরত ছিলেন।  

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চসেক) হাসপাতালের নায়েক কাঞ্চন বড়ুয়া প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, বন্দরের বহির্নোঙ্গরে সি এ্যাংকরেজে এমভি কেমিলা নামে একটি জাহাজের বয়লার পাইপ ফেটে ইউক্রেনের নাগরিক বারসেল কায়েসের শরীর ঝলসে যায়। বিকালে স্থানীয় শিপিং এজেন্ট জিবিএক্স’র  লোকজন মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসে তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক কায়েসকে ঘোষণা করেন।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর