২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:৪২

আরও একটি গাড়ি জমা দিল বিশ্ব ব্যাংক

অনলাইন ডেস্ক

আরও একটি গাড়ি জমা দিল বিশ্ব ব্যাংক

সংগৃহীত ছবি

আরও একটি গাড়ি জমা দিয়েছে বিশ্ব ব্যাংক। গত ২২ ফেব্রুয়ারি বিশ্ব ব‌্যাংকের ঢাকা কার্যালয়ের একজন কর্মকর্তা ওই গাড়ি ও কাগজপত্র শুল্ক গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করেন। কাগজপত্র যাচাই শেষে রবিবার গাড়িটি জব্দ করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক মইনুল খান জানান, নেহাল ফারনান্দো নামে বিশ্ব ব‌্যাংকের এক কর্মকর্তা ওই টয়োটা গাড়িটি ব্যবহার করতেন। ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ে সিনিয়র রুরাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট হিসেবে কাজ করেন তিনি। শুল্কমুক্ত সুবিধায় তিনি গাড়িটি আমদানি করেন। কিন্তু বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে আইন অনুযায়ী তিনি গাড়িটি এবং এর কাস্টমস পাসবুক হস্তান্তর করে যাননি। এতে শুল্ক আইন ভঙ্গ হয়েছে এবং তা শাস্তিযোগ্য অপরাধ। 

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এ ধরনের ১৬টি গাড়ির বিষয়ে তদন্ত শুরু করলে গত ২০ ফেব্রুয়ারি বিশ্ব ব্যাংক দুটো গাড়ি হস্তান্তর করে। 

 

বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর