২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:৪৩

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল

অনলাইন ডেস্ক

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল

সংবিধানের ১১৬ নম্বর অনুচ্ছেদ কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
 
রবিবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন আইনজীবী ইউনূস আলী আকন্দ।
 
রিটে সংবিধানের ৯৫ অনুচ্ছেদও চ্যালেঞ্জ করা হয়। শুনানি নিয়ে হাইকোর্ট ৯৫ অনুচ্ছেদ কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মেও রুল জারি করেন।
 
আগামী চার সপ্তাহের মধ্যে সরকারকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ।

উল্লেখ্য, সংবিধানের ১১৬ নম্বর অনুচ্ছেদে নিম্ন আদালতের বিচারকদের শৃংখলা, নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত বিষয় উল্লেখ করা হয়েছে।

বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর