২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:৫০

জিহাদ হত্যা মামলায় চারজনের ১০ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

জিহাদ হত্যা মামলায় চারজনের ১০ বছরের কারাদণ্ড

শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় চারজনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় দেন।

এ মামলা থেকে দু'জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। ছয় আসামীর প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।   

২০১৪ সালের ২৬ ডিসেম্বর বিকাল ৩টার দিকে রাজধানীর শাহজাহানপুরে গভীর নলকূপের পাইপের মধ্যে পড়ে শিশু জিহাদের মর্মান্তিক মৃত্যু হয়। নলকূপের ঢাকনা উন্মুক্ত থাকায় খেলতে খেলতে পাইপের ভেতর পড়ে যায় জিহাদ। 

ঘটনার পরের দিন জিহাদের বাবা মো. নাসির ফকির মামলা করেন। মামলার ছয় আসামি হলেন মেসার্স এসআর হাউসের মালিক মো. শফিকুল ইসলাম ওরফে আবদুস সালাম, বাংলাদেশ রেলওয়ের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (নলকূপ পরিদর্শন) মো. জাহাঙ্গীর আলম, কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জাফর আহমেদ শাকি, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) দীপক কুমার ভৌমিক ও সহকারী প্রকৌশলী-২ মো. সাইফুল ইসলাম।

কারাদণ্ডপ্রাপ্ত চারজন হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান এস আর হাউসের মালিক আবদুস সালাম, রেলওয়ের উপসহকারি প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সহকারি প্রকৌশলী নাসির উদ্দিন ও ইলেকট্রিশিয়ান জাফর আহমেদ। 

রেলওয়ের সহকারি প্রকৌশলী সাইফুল ইসলাম ও দীপক কুমার ভৌমিককে খালাস দেয়া হয়েছে।


বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর