২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:২৯

স্বাক্ষর জাল করে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ ইসিতে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

স্বাক্ষর জাল করে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ ইসিতে

স্বাক্ষর জাল করে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ এসেছে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে। আগামী ৬ মার্চ অনুষ্ঠেয় বরিশালের বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জাসদ (আম্বিয়া-প্রধান) মনোনীত প্রার্থী টিপু সুলতান আজ রবিবার এ অভিযোগ করেন। তিনি প্রার্থীতা ফিরে পেতে এবং অভিযুক্ত রিটার্নিং কর্মকর্তার বিচারের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সহযোগিতা কামনা করেছেন।

রবিবার দুপুরে জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে চেয়ারম্যান প্রার্থী টিপু সুলতান প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে এই অভিযোগ করেন।

তিনি নিজে প্রার্থীতা প্রত্যাহার না করলেও জেলা রিটার্নিং অফিসার তার স্বাক্ষর জাল করে তার মনোনয়ন প্রত্যাহার দেখিয়েছেন বলে প্রধান নির্বাচন কমিশনার বরাবর দেওয়া অভিযোগপত্রে উল্লেখ করেন তিনি। সিইসি কার্যালয় এই অভিযোগপত্র গ্রহন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন জাসদ প্রার্থী টিপু সুলতান।

কেন্দ্রীয় জাসদ নেতা সাইদুর রহমান বলেন, প্রার্থীর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না হলে আগামী ১ মার্চ হাইকোর্টে রিট করবেন তারা।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর