২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:৫৪

খুলনা বিভাগের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

অনলাইন ডেস্ক

খুলনা বিভাগের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

পরিবহন ধর্মঘটের কারণে ট্রেনে ভিড়। ছবিটি সোমবার সকালে যশোর থেকে তোলা।

বাস চালকের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে খুলনা বিভাগের ১০ জেলায় চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। খুলনা সার্কিট হাউজে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সোমবার দুপুরে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়।

বৈঠক শেষে খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বিপ্লব যৌথভাবে এই সিদ্ধান্তের কথা জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান এবং খুলনা বিভাগীয় ট্রাক ও বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফফার বিশ্বাসসহ প্রশাসনের কর্মকর্তা ও শ্রমিক নেতারা।

প্রসঙ্গত, মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর নিহতের ঘটনায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে রবিবার সকাল ছয়টা থেকে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট করে শ্রমিকরা।

বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর