২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:১০

শাহজালালে পরিত্যক্ত অবস্থায় ৩৭ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

অনলাইন ডেস্ক

শাহজালালে পরিত্যক্ত অবস্থায় ৩৭ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিংয়ের পাশে কাগজে পেচানো অবস্থায় ৯শ' গ্রামের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তরা। যার বাজার মূল্য আনুমানিক ৩৭ লাখ টাকা।  

সোমবার দুপুরের দিকে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ উদ্ধার করা হয় বলে জানান ঢাকা কাস্টমস হাউজের বিমানবন্দর টিমের সহকারী কমিশনার মো. সাইদুল ইসলাম।

তিনি বলেণ, স্ক্যাকিংয়ের পাশে একটি ট্রলির উপর লাগেজ পড়ে থাকতে দেখা যায়। লাগেজটি সন্দেহ হলে বিমানবন্দর কাস্টমস টিমের শিফট অফিসাররা সেটা স্ক্যান করে দেখেন তাতে স্বর্ণ রয়েছে। পরে লাগেজ খুলে কার্বন কাগজে পেচানো অবস্থায় ১০০ গ্রাম ওজনের ৮টি এবং ১০ গ্রামের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯শ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৩৭ লাখ টাকা বলে তিনি জানান।

বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর