২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:৫৮
কুমিল্লা সিটি নির্বাচন

২০৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লা প্রতিনিধি:

২০৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এখন প্রর্যন্ত ২০৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গত ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মেয়র প্রার্থী, কাউন্সিলর, সংরক্ষিত ও সাধারণ আসনসহ ২০৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এ প্রর্যন্ত ৫ দিনে ৪ মেয়র প্রার্থী, মহিলা সংরক্ষিত আসনের ৩৬ প্রার্থী এবং সাধারণ আসন থেকে ১৬৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির মনিরুল হক সাক্কু, জাসদের শিরিন আক্তার ও স্বতন্ত্র মো. শাহজাহান।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল জানান, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৩ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ২০৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এমনকি আমরা সিটি নির্বাচনকে কেন্দ্র করে সব ধরণের প্রস্তুতি হাতে নিয়েছি। প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড সরানোর অভিযান অব্যাহত রয়েছে।

আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র সংগ্রহ, জমাদানের শেষ তারিখ ২ মার্চ ও প্রত্যাহারের তারিখ ১৪ মার্চ নির্ধারণ করা হয়েছে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর