শিরোনাম
২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:৩৫

'ভুয়া পুলিশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে'

নিজস্ব প্রতিবেদক

'ভুয়া পুলিশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে'

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, অপরাধীরা তাদের অপরাধের ধরন সময়ে সময়ে পরিবর্তন করে থাকে। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখে ধুলো দিয়ে নিজেদেরকে ছদ্মবেশে রেখে ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতি, ছিনতাই, অপহরণের মতো অপরাধ সংঘটিত হওয়ার ঘটনা সম্প্রতি পরিলক্ষিত হচ্ছে। এতে দেশের আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী ও সরকারের ভাবর্মূতি ক্ষুন্ন হচ্ছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের চতুর্দশ ও শীতকালীন অধিবেশনে মঙ্গলবার আব্দুল মতিনের (মৌলভী বাজার-২) লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, এ বিষয়ে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশের জন্য নির্ধারিত পোশাক ও হ্যান্ডকাপ খোলাবাজারে বিক্রির বিষয়টি ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুলিশ সদস্যদেরকে তাদের ব্যবহৃত পোশাকের সাথে নিজস্ব আইডি কার্ড ব্যবহারের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, ইতোমধ্যে এ ধরনের কিছু সংখ্যক প্রতারক গোষ্ঠীকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর