১ মার্চ, ২০১৭ ১৮:৩০

রাজধানীতে নব্য জেএমবি সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীতে নব্য জেএমবি সদস্য গ্রেফতার

নব্য জেএমবির বড় মিজানকে (৬০) গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) স্পেশাল অ্যাকশন গ্রুপ। আজ গভীর রাতে বনানীর কাকলী ক্রসিং-এর কাছাকাছি এলাকায় একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইটে ‘ডিএমপি নিউজ’-এ এই বিষয়ে জানানো হয়।

বড় মিজান নব্য জেএমবির চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী শিবগঞ্জ এলাকার প্রধান দায়িত্বশীল। তিনি পূর্বে জুন্দ আল তাওহীদ নামক জঙ্গি সংগঠনের প্রধান সামরিক কমান্ডার ছিলেন। পরবর্তী সময়ে তিনি তামিম চৌধুরীর মাধ্যমে নব্য জেএমবির বায়ৎ গ্রহণ করেন।
 
ডিএমপি নিউজে বলা হয়, তার (বড় মিজান) নেতৃত্বে নব্য জেএমবির চাপাই সীমান্ত কেন্দ্রিক অস্ত্র ও গ্রেনেড তৈরির উপকরন, ডেটোনেটর ও জেল চোরাচালানের একটি চক্র বা সিন্ডিকেট তৈরি করে যারা নব্য জেএমবির প্রায় সকল অস্ত্র, ডেটোনেটর ও জেল সরবরাহ করে আসছিল।

গত বছরের ২ নভেম্বর দারুস সালাম থানার মামলা নং ০৭(১১)১৬ এর প্রেক্ষিতে গ্রেফতারকৃত চক্রের মূল হোতা এই বড় মিজান।

গুলশান হলি আর্টিজান হামলায় ব্যবহৃত গ্রেনেড ও পিস্তলগুলো বড় মিজানের সিন্ডিকেটের মাধ্যমে ঢাকায় নিয়ে আসা হয় এবং বসুন্ধরার তানভির কাদেরীর বাসায় তামিম চৌধুরীর কাছে পৌঁছানো হয় বলে সিটিটিসি সূত্রে জানা গেছে।

বড় মিজানকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

বিডি প্রতিদিন/১ মার্চ ২০১৭/এনায়েত করিম 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর