Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

ঢাকা, বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
প্রকাশ : ২ মার্চ, ২০১৭ ১৮:৩৬ অনলাইন ভার্সন
আপডেট :
চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে আহত ৩
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে আহত ৩

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ঘটনা ঘটে।

আহতরা হলেন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিজ্ঞানের মাস্টার্সের শিক্ষার্থী মো. সোহেল (২৫), ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মনির (২২) ও অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. ইমন (২০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসের মূল ফটকের বাইরে সবুজ গ্রুপ ও দোলন গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক রসিক চাকমা বলেন, চট্টগ্রাম কলেজ থেকে দুপুরে আহত অবস্থায় তিন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তারা হাসপাতালের ক্যাজুয়াল্টি ওয়ার্ডে চিকিৎসাধীন।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

up-arrow