Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ৪ মার্চ, ২০১৭ ১৫:৩৪
আপডেট : ৪ মার্চ, ২০১৭ ১৬:০৫

রাজধানীর মালিবাগে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মালিবাগে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই (ভিডিও)

ঢাকার মালিবাগে পুলিশের কাছ থেকে ওয়ারেন্ট ভুক্ত এক আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আজ দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা যায়, দুপুর ১২টার দিকে মালিবাগে অবস্থিত একটি গার্মেন্টসের জিএমকে আটক করে গাড়িতে তোলে রমনা থানা পুলিশ। এসময় ওই গামেন্টেসের শ্রমিকরা আটককৃত জিএমকে ছিনিয়ে নেয়। এর এক পর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। 

এ ঘটনার একটি ভিডিও পাওয়া গেছে। ভিডিওতে দেখা যায়, উত্তেজিত কিছু মানুষ ওই আসামিকে পুলিশের ভ্যান থেকে ছিনিয়ে নেয়। এর এক পর্যায়ে মানুষগুলো ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

 


বিডি প্রতিদিন/৪ মার্চ ২০১৭/হিমেল


আপনার মন্তব্য