Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২০ আগস্ট, ২০১৭

ঢাকা, রবিবার, ২০ আগস্ট, ২০১৭
প্রকাশ : ৯ মার্চ, ২০১৭ ২৩:২৮ অনলাইন ভার্সন
আপডেট : ৯ মার্চ, ২০১৭ ২৩:২৯
সাংবাদিক ও ভাষা সৈনিক জয়নুল আবেদীন আর নেই
অনলাইন ডেস্ক
সাংবাদিক ও ভাষা সৈনিক জয়নুল আবেদীন আর নেই

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য প্রবীণ সাংবাদিক ও ভাষা সৈনিক জয়নুল আবেদীন (জং) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

তিনি দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

বৃহস্পতিবার রাত ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জাতীয় প্রেসক্লাবের সদস্য জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

এক শোকবার্তায় তারা বলেন, জয়নুল আবেদীনের মৃত্যুতে জাতি একজন দেশবরেণ্য সাংবাদিক ও ভাষা সৈনিককে হারালো।

তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত স্বজনদের প্রতি সমবেদনা জানান।  
 
জাতীয় প্রেসক্লাবে মরহুমের নামাজে জানাজা শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। পরে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

up-arrow