Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
প্রকাশ : ১১ মার্চ, ২০১৭ ১৭:০৭ অনলাইন ভার্সন
আপডেট :
গলায় ফাঁস লাগিয়ে বাস চালকের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
গলায় ফাঁস লাগিয়ে বাস চালকের আত্মহত্যা

পারিবারিক কলহের জের ধরে নাইমুল ইসলাম নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শুক্রবার গভীর রাতে নগরীর চান্দগাঁও থানাধীন কেবি আমান রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাইমুল চান্দগাঁও থানাধীন মাজারগেইট এলাকার মুজিবুল হক করিমের ছেলে। তিনি একজন বাস চালক ছিলেন।

চান্দগাঁও থানা সূত্রে জানা যায়, পারিবারিক কলজের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে নাইমুল আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেয়েছি। এ ঘটনার পর পালিয়ে যায় নাইমুলের স্ত্রী ও শ্বশুর শাশুড়ি। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে।

নিহত নাইমুলের বড় ইকবাল হোসেন বলেন, এক বছর আগে নিজের পছন্দের মেয়েকে বিয়ে করে নাইমুল। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে বসবাস করত। পরিবারিক বিভিন্ন বিষয়ে নিয়ে তাদের প্রায় সময় ঝগড়া হত। শুক্রবার রাতে আত্মহত্যার খবর পেয়ে তার বাসায় যাই পরিবারের লোকজন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

আপনার মন্তব্য

up-arrow