Bangladesh Pratidin

প্রকাশ : ১২ মার্চ, ২০১৭ ০৩:০৭ অনলাইন ভার্সন
আপডেট : ১২ মার্চ, ২০১৭ ০৬:০৪
মুন্নুকে দেখতে হাসপাতালে গেলেন খালেদা
অনলাইন ডেস্ক
মুন্নুকে দেখতে হাসপাতালে গেলেন খালেদা
সংগৃহীত ছবি

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক মন্ত্রী হারুনার রশীদ খান মুন্নুকে দেখতে গেলেন দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ল্যাবএইড হাসপাতালে যান তিনি। এ সময় বিএনপি নেত্রী হারুনার রশীদ খানের শয্যার পাশে কিছু সময় অবস্থান করে চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

খালেদা জিয়ার সঙ্গে অন্যান্যের মধ্যে আরও ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মইনুল ইসলাম শান্ত, কেন্দ্রীয় নেতা আমিনুল হক, আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, সুলতান সালাহউদ্দিন টুকু, আবদুর কাদের ভুঁইয়া জুয়েল, রাজীব আহসান প্রমুখ।

প্রসঙ্গত, হারুনার রশীদ খান মুন্নু ২০০১ সালে খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য ছিলেন। ৯২ বছর বয়সী মুন্নুর হৃদরোগসহ বাধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ল্যাবএইডের বিশেষজ্ঞ চিকিৎসক আফম সোহরাবউজ্জামানের তত্ত্বাবধায়নে সেখানে ভর্তি রয়েছেন।

বিডি-প্রতিদিন/১২ মার্চ, ২০১৭/মাহবুব

আপনার মন্তব্য

up-arrow