শিরোনাম
২২ মার্চ, ২০১৭ ১৭:৫৮

রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেলের ২৯ শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেলের ২৯ শিক্ষার্থী আটক

রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ২৯ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 


আটকদের অধিকাংশই ছাত্রশিবিরের কর্মী বলে জানিয়েছেন রাজশাহী নগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সহকারী কমিশনার ইফতে কায়ের আলম। পুলিশ তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই ও লিফলেট জব্দ করেছে।     

আরএমপি’র মুখপাত্র ও সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে- এ ধরনের তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। নগরীর আলাদা তিনটি ছাত্রাবাস থেকে ২৯ জনকে আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ জিহাদি বই ও লিফলেট জব্দ করা হয়।
    
তিনি জানান, আটকদের মধ্যে অধিকাংশই শিবিরের ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ শাখার নেতাকর্মী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের ষড়যন্ত্র করছিল বলে তাদের কাছে তথ্য আছে।

বিডি প্রতিদিন/২২ মার্চ ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর