২২ মার্চ, ২০১৭ ২০:০৯

মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যু পরোয়ানা সিলেট কারাগারে

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যু পরোয়ানা সিলেট কারাগারে

সিলেটে ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তার দুই সহযোগীর মৃত্যু পরোয়ানা সিলেট কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে।

বুধবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে এ তিনটি মৃত্যু পরোয়ানা সিলেট কেন্দ্রীয় কারাগারে পৌঁছে বলে জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো ছগির মিয়া।
তিনি জানান, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে দেলোয়ার হোসেন রিপন সিলেট কেন্দ্রীয় কারাগারে আছেন। মুফতি হান্নান ও শরীফ শাহেদুল হক রয়েছেন গাজীপুরের কাশিমপুর কারাগারে। তাই এ দুই জনের মৃত্যু পরোয়ানা ফ্যাক্স যোগে সেখানে পাঠিয়ে দেয়া হয়েছে।
২০০৪ সালের ২১ মে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে বাংলাদেশে তৎকালীন ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা চালানো হয়। এতে মারা যায় ৩ জন। আর আনোয়ার চৌধুরী সহ প্রায় ৭০ জন আহত হয়।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর