২৩ মার্চ, ২০১৭ ১৬:২০

বিক্ষোভে অচল বরিশাল সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিক্ষোভে অচল বরিশাল সিটি করপোরেশন

স্থায়ী কর্মচারীদের ছয় মাসের ও দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন এবং প্রভিডেন্ট ফান্ডের ৩৬ মাসের অর্থ বরাদ্দের দাবীতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বরিশাল সিটি করপোরেশন। 

বৃহস্পতিবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত কাজ বন্ধ রেখে নগর ভবনের সামনে বিক্ষোভ করেছেন শ্রমিক-কর্মচারীরা। গতকাল বুধবার সকালেও কাজ বন্ধ রেখে বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ করেন স্থায়ী এবং দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক-কর্মচারীরা। 

দুই দিন ধরে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করায় নগর ভবনে সৃস্টি হয় অচলাবস্থার।সিটি মেয়র আহসান হাবিব কামাল দ্রুত সময়ের মধ্যে বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেয়ায় দুপুরে বিক্ষোভ বন্ধ করে কাজে ফিরেন শ্রমিক-কর্মচারীরা। 

গত ফেব্রয়ারি মাসের প্রথম সপ্তাহে টানা তিনদিন কর্মবিরতি পালন করে সিটি করপোরেশনের ৫২৯ জন কর্মকর্তা-কর্মচারী এবং দেড় হাজার আউট সোর্সিং শ্রমিক। ওই সময়েও তাদের দ্রুত সময়ের মধ্যে বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। 

বিডি প্রতিদিন/২৩ মার্চ, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর