২৩ মার্চ, ২০১৭ ১৭:৫৬

অসহায় শিশুদের পাশে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

অসহায় শিশুদের পাশে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র

গরীব ও অসহায় শিশুদের পাশে দাঁড়িয়েছে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র। সংগঠনটির উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে তেজগাঁও শিল্পাঞ্চল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০ জন দরিদ্র অসহায় শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। একইসঙ্গে বিনামূল্যে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে পাইভেট পড়ানো  হবে এ শিক্ষাথীদের। সেখানে বিনা পারিশ্রমিকে শ্রম দেবে ছাত্রলীগ নেতা-কর্মীরা।

সংগঠনের চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে এ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিউল্লাহ শফি, তেজগাও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামিলা আখতার, সাংবাদিক রফিকুল ইসলাম রনি, বিদ্যালয়ের সভাপতি হাবিবুর রহমান, গ্লাস এ্যান্ড সিরামিক কলেজ ছাত্রলীগের সভাপতি বেনজির রহিম বিপুল প্রমুখ । অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল নোমান।

সংগঠনের চেয়ারম্যান সৈয়দ মিজানুর রহমান বলেন, শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র একটি সামাজিক প্রতিষ্ঠান। ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বেচ্ছায় শ্রম দিয়ে থাকেন এখানে। আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা অসহায়-গরীব ঘরের সন্তান আছে আমরা তাদের তালিকা তৈরি করে সহায়তা করতে চাই। শিক্ষা উপকরণের মধ্যে খাতা, কলম, নাস্তাসহ বিভিন্ন কিছু বিতরণ করবো। একইসঙ্গে নিয়মিত ইংরেজি, বাংলা ও গণিত বিষয়ে পাইভেট পড়ানো হবে।

তিনি বলেন, অত্র এলাকার ২২টি শিক্ষা প্রতিষ্ঠান আমরা চিহ্নিত করেছি। পর্যায়ক্রমে আরো বাড়ানো হবে।

অন্যান্য বক্তারা বলেন, সমাজের সকল মানুষ সাধ্যমতো এগিয়ে এলে শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিশুর সংখ্যা কমে আসবে। গরীব-অসহায় মানুষগুলোও তাদের সন্তানদের স্কুলে পাঠাতে আগ্রহী হবেন। সংগঠনটির উদ্যোগ প্রশংসনীয়।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর