২৪ মার্চ, ২০১৭ ১৪:৫৮

'কুমিল্লার প্রয়োজনেই নৌকার প্রার্থী সীমাকে বিজয়ী করতে হবে'

নিজস্ব প্রতিবেদক

'কুমিল্লার প্রয়োজনেই নৌকার প্রার্থী সীমাকে বিজয়ী করতে হবে'

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, সরকার সব ধর্মের মানুষকে নিরাপত্তা দেয়। বিএনপি নেতারা বিরোধী দলে থাকা অবস্থায় দেশের হিন্দু সম্প্রদায়সহ অন্য ধর্মের মানুষের কথা মুখে বললেও ক্ষমতায় এসে ‘আওয়ামী লীগের লোক’ বলে নির্যাতনের স্টিম রোলার চালায়। এদের থেকে সবাইকে সর্তক থাকতে হবে। কুমিল্লার প্রয়োজনেই আঞ্জুম সুলতানা সীমাকে নৌকা মার্কায় ভোট বিজয়ী করতে হবে।  

আজ শুক্রবার দুপুরে কুমিল্লা জেলা পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এনামুল হক শামীম এসব কথা বলেন। কুমিল্লা সিটি নির্বাচনে এনামুল হক শামীম আওয়ামী লীগের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। 

এনামুল হক শামীম বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডেই নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জননেত্রী শেখ হাসিনার অধীনে সবসময় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত সুষ্ঠু নির্বাচনে জনগণ নৌকার পক্ষে রায় দিয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপ-নির্বাচনেও মানুষ ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করেছে। ইনশাল্লাহ ৩০ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশনের পাশাপাশি সুনামগঞ্জ উপ-নির্বাচনেও নৌকার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করবে। 

এনামুল হক শামীম বলেন, যেখানেই যাচ্ছি, সেখানেই নৌকার পক্ষে গণজায়ার দেখছি। কুমিল্লায় নৌকার প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ক্লিন ইমেজের ব্যক্তি। ভোটারদের কাছেও তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের বিশ্বাস দেশরত্ন শেখ হাসিনা সারা দেশে যে উন্নয়ন করছেন, ভোটাররা সেজন্যই নৌকাকে বিজয়ী করবেন।  

বিষ্ণ উদার সিংহের সভাপতিত্বে  মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমীর চন্দ্র চন্দ, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাসহ স্থানীয় নেতারা। এসময় ছাত্রলীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নূর এ আলম আশিক উপস্থিত ছিলেন। 
  
বিডি প্রতিদিন/২৪ মার্চ, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর