২৪ মার্চ, ২০১৭ ১৫:৩৪

বরিশালে দোকান কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে দোকান কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ

শ্রমিক ছাটাই ও নির্যাতন বন্ধ এবং সাপ্তাহিক এক দিনের ছুটি নিশ্চিত করার দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন। শুক্রবার সকাল সাড়ে ১১টায় নগরীর চকবাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেন শ্রমিকরা।

সংগঠনের মহানগর সভাপতি স্বপন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক মিজানুর রহমান সেলিম, দেওয়ান আব্দুর রশিদ নীলু ও ডা. মনিষা চক্রবর্তী সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দোকান মালিকরা কথায় কথায় কর্মচারীদের ছাটাই এবং মারধর সহ বিভিন্ন ধরনের নির্যাতন করে। এমনকি তুচ্ছ অযুহাতে বেতন-ভাতা বন্ধ করে দেয়। মালিকদের এ ধরনের অত্যাচার বন্ধসহ শ্রমিকদের নিয়মিত সাপ্তাহিক ছুটি নিশ্চিত করতে হবে। এই দাবি না মানলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারী দেন শ্রমিক নেতারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল চকবাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর