২৪ মার্চ, ২০১৭ ১৬:৫৫

দুই শিক্ষকের ওপর হামলাকারীর শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

দুই শিক্ষকের ওপর হামলাকারীর শাস্তি দাবি

চট্টগ্রামে সীতাকুন্ডের বার আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাসিম উদ্দিন এবং পটিয়ার দক্ষিণ ভূর্ষি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিসফা সুলতানার ওপর বখাটে-দুর্বৃত্তদের হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা সভাপতি কাইছারুল আলম। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে দুই শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদী র‌্যালি শেষে তিনি এ দাবি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ৭ দিনের মধ্যে প্রধান শিক্ষক কাজী নাসিম উদ্দিনের উপর হামলাকারী বখাটে মো. ইকবাল হোসেনকে গ্রেপ্তারপূর্বক দ্রুত বিচার ট্রাব্যুনালে মামলাটির স্থানান্তর এবং সহকারি শিক্ষিকা মিসফা সুলতানাকে হামলাকারী গ্রেপ্তারকৃত বখাটের মামলাটিও দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় পুনরায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ছিদ্দিকী ও সহ-সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলার সভাপতি শহীদুল্লাহ, পটিয়া থানার সভাপতি শামীমা ইয়াছমিন, বোয়ালখালী উপজেলার সভাপতি জসিম উদ্দিন তালুকদার, সীতাকুন্ড উপজেলার সভাপতি এস.এম. আতিকুর রহমান, সাতকানিয়া উপজেলার সহ-সভাপতি উত্তম চক্রবর্ত্তী, চান্দগাঁও থানার সহ-সভাপতি রূপালী বড়–য়া, চন্দনাইশ উপজেলার সিনিয়র সহ-সভাপতি জিতেন্দ্র লাল বড়ুয়া, শিক্ষক নেতা আজিজুর রশিদ চৌধুরী, পানু লাল দত্ত, নুর মোহাম্মদ শিকদার, নুরুল ইসলাম প্রমুখ।

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর