২৬ মার্চ, ২০১৭ ০৩:০০

২৬ মার্চের প্রথম প্রহরে শহীদদের স্মরণ

অনলাইন ডেস্ক

২৬ মার্চের প্রথম প্রহরে শহীদদের স্মরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ করলো জনতা-ছাত্র-শিক্ষকরা। এ সময় তারা কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।

২৬ মার্চের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতি ফলকে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন শুরু হয়। 

এ সময় উপস্থিত ছিলেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রহমত উল্লাহ, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার।

অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, শহীদদের স্মরণে অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। আর জাতীয় সংসদে ‘গণহত্যা দিবস’ স্বীকৃতি পাওয়ায় এবার নতুন মাত্রা যোগ হয়েছে। একই সঙ্গে জাতিসংঘের মাধ্যমে দিবসটিকে আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতিরও দাবি জানান তিনি।

বিডি-প্রতিদিন/২৬ মার্চ, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর